দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেবে পিএএফ

দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেবে পিএএফ

দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। একই সাথে পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্সে (পিএসি) সাউথ আফ্রিকান এয়ার ফোর্স (এসএএএফ)-এর সি-১৩০বিজেড সামরিক পরিবহন বিমানের রক্ষণাবেক্ষণ করা হবে।

ইসলামাবাদে বিমানবাহিনীর সদর দফতরে পিএএফ প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের সঙ্গে সফররত এসএএএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াইজম্যান সিমো এমবাম্বোর বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এসএএএফ প্রধান তার বাহিনীকে পিএএফ’র বিমান মহড়াগুলোতে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ করেছেন আইএসপিআর’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।