থাই সীমান্তে জান্তার ঘাঁটি দখল করেছে কারেন বিদ্রোহীরা

থাই সীমান্তে জান্তার ঘাঁটি দখল করেছে কারেন বিদ্রোহীরা
ছবি: প্রতীকী

কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এবং তার মিত্ররা কারেন রাজ্যে থাই সীমান্তের কাছে  জান্তার একটি ঘাঁটি দখল করেছে। ইরাবতী অনলাইন এ খবর দিয়েছে।

কেএনইউর একটি সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং তার মিত্ররা সোমবার হপা-আন জেলার পাইংকিয়নে মাও ফো কে ঘাঁটি দখল করে।

কেএনএলএ কারেন মিডিয়াকে জানিয়েছে যে শাসক বাহিনী ঘাঁটিটি ছেড়ে গেছে। এসময় ২৭ জন সৈন্য মোই নদী পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে থাই মিডিয়া জানিয়েছে।

এই আগে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ থেকে বাঁচতে ওই এলাকা থেকে ২০০ জনেরও বেশি বেসামরিক লোক থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে জানা গেছে।

কারেন পিস সাপোর্ট নেটওয়ার্কের নও চেরি দ্য ইরাবতীকে বলেন, ওই এলাকার লোকজন জান্তা বাহিনীর কাছ থেকে প্রতিশোধমূলক বিমান হামলার আশঙ্কা করেছিলো।

কেএনএলএ এবং কেএনইউ-এর আরেকটি সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন গত শুক্রবার পাইংকিয়নে জান্তার মাও কুই লু ঘাঁটিটি দখল করে।