তালেবানের ক্ষমতায় ফেরার চার বছর পূর্ণ

তালেবানের ক্ষমতায় ফেরার চার বছর পূর্ণ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতায় ফিরে আসার চার বছর পূর্ণ হলো শুক্রবার (১৫ আগস্ট)। তাদের অনেক নেতার বিরুদ্ধে বর্বরতার অভিযোগ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কাবুল সরকার দক্ষিণ এশিয়ার অনেক দেশ এবং বহির্বিশ্বের সাথে, অনানুষ্ঠানিক হলেও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে।

ক্ষমতা দখলের চতুর্থ বার্ষিকী উদযাপন উপলক্ষে কাবুলসহ বেশ কয়েকটি শহরে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। হেলিকপ্টার থেকে শহরে ফুল ছিটানো হয়। রাজধানী কাবুল দখলের স্মরণে শহর জুড়ে তালেবানের “ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান”-এর সাদা-কালো পতাকা ওড়ানো হয়।

যদিও রাশিয়াই একমাত্র দেশ যারা তালেবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, কিছু বিদেশী সরকার – যার বেশিরভাগই আফগানিস্তানের বৃহত্তর প্রতিবেশী – কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে এবং তালেবান প্রতিনিধিদের তাদের রাজধানীতে আফগান দূতাবাসে কাজ করার অনুমতি দিয়েছে।

রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দেশে তালেবান সরকারের বিরুদ্ধে আপাপতত কোন হুমকি দেখা যাচ্ছে না। এর ফলে তালেবানরা কিছু সাহসী কূটনৈতিক পদক্ষেপ নিতে পেরেছে। যার মধ্যে রয়েছে ওয়াশিংটনে তালেবান কর্মকর্তাদের আফগান দূতাবাসের নিয়ন্ত্রণ নিতে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো।

১০ সেপ্টেম্বর এক টেলিভিশন সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মার্কিন কর্মকর্তাদের এবং তালেবানদের মধ্যে সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করে ইঙ্গিত দিয়েছেন যে তার সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি চায়।

তবে, তালেবান নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের মাটিতে আল কায়েদার সাথে দীর্ঘদিন সম্পর্কযুক্ত একটি গোষ্ঠী থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে দূতাবাসের অনুরোধ মঞ্জুর হওয়ার সম্ভাবনা কম। তা সত্ত্বেও সম্ভাবনাটি সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে তালেবানরা প্রথমে ছাড় দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে ট্রাম্প রাজি হতে পারেন।

ফরেন পলিসি