ট্রাম্পের হুমকিতে যুদ্ধ বিস্তারের শঙ্কা, আতঙ্কে মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হুমকিতে যুদ্ধ বিস্তারের শঙ্কা, আতঙ্কে মধ্যপ্রাচ্য
ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্র 'বাঙ্কার বাস্টার' বোমা হামলা চালাতে বলে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত
গত ২০ মাস ধরে প্রবল আতঙ্কে দিন কাটছে মধ্যপ্রাচ্যের জনগণের। গাজায় গণহত্যা, লেবাননে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ, সিরিয়ার আকাশে ইসরায়েলের স্বাধীন নিয়ন্ত্রণ — সামরিক আধিপত্য বিস্তারের এসব দৃশ্য দেখে তারা আতঙ্কিত। আল জাজিরা
এই অঞ্চলের সরকারগুলো যুদ্ধের সম্ভাব্য পরিণতি সম্পর্কে খুব সচেতন। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লেই যে সমস্যার সমাধান হবে তাও নয় ।
ইসরায়েল এই ধারণাকে পুঁজি করার চেষ্টা করছে যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই দ্রুত সংঘাত শেষ করতে পারে, মধ্যপ্রাচ্যে নতুন ভোরের সূচনা ঘটাতে পারে।
কিন্তু ইরানে ইসায়েলের হামলা নিয়ে এখন যারা উল্লাস করছেন তারা কেবল তেল আবিবেই।
এই অঞ্চলের অন্য সবাই কেবল উদ্বিগ্নই নয়, বরং তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও গুরুতর প্রশ্নের মুখোমুখি। এটি বিশেষ করে ফিলিস্তিনিদের ক্ষেত্রে সত্য, যারা আশঙ্কা করে যে এখন যা ঘটছে তার জন্য পুরোপুরি মূল্য তাদেরকেই চুকাতে হবে; তাদের স্বাধীনতার জাতীয় আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।