ট্রাম্পকে বার্তা দিতে নয়াদিল্লি সফরে আসছেন পুতিন

ট্রাম্পকে বার্তা দিতে নয়াদিল্লি সফরে আসছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যেই ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার আবহে কৃষকদের স্বার্থরক্ষার কথা বলে মোদি আমেরিকাকে বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে ভাষণে মোদি বলেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ভারত কখনও কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। তার পরেই ইঙ্গিতপূর্ণভাবে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি, ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ভারতের বিরুদ্ধে শুল্ক আক্রমণ তীব্র করেছেন। এরই প্রতিবাদে বিরোধীরা সোচ্চার হয়েছেন। শুল্ক যুদ্ধের আবহে আমেরিকার উপর চাপ বাড়িয়ে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উদ্ধৃত করে জানিয়েছে, আগস্টের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। ডোভাল বর্তমানে রাশিয়ায় রয়েছেন।নির্বাচিত কলাম

বৃহস্পতিবার মস্কো থেকে পুতিনের ভারত সফরের কথা জানান তিনি। তবে নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করেননি নিরাপত্তা উপদেষ্টা। রাজনৈতিক মহল এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্রাম্পের ঘোষণাকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল হিসাবে বর্ণনা করেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নাগরিকদের স্বার্থকে অগ্রাহ্য না করার আহ্বান জানিয়েছেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি দায়ী করেছেন। আপনি (মোদি ) কংগ্রেসের ৭০ বছরের শাসনামলকে পররাষ্ট্র নীতির এই  বিপর্যয়ের জন্য দোষারোপ করতে পারেন না, খাড়গে এক্সে একটি পোস্টে মন্তব্য করেছেন।

কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, ওয়াশিংটন ডিসির সাথে বাণিজ্য আলোচনায় যদি কোনো ফল না আসে, তাহলে ভারতের উচিত মার্কিন আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ডনাল্ড ট্রাম্পের শুল্ক আক্রমণের প্রতিশোধ নেওয়া।

মানবজমিন