টানা ধর্মঘটের পর বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

টানা ধর্মঘটের পর বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

চার দিনের টানা ধর্মঘটের পর, আজাদ কাশ্মিরের (পাকিস্তান-শাসিত কাশ্মীর) সরকার “অনিবন্ধিত দলগুলো”কে অনুমতি ছাড়া বিক্ষোভ করতে না দেয়ার একটি রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রত্যাহারের করে নিয়েছে।

এই রাজ্যের জনগণ গত মাসে জারি করা শান্তিপূর্ণ সমাবেশ এবং পাবলিক অর্ডার অর্ডিন্যান্স ২০২৪-এর তীব্র সমালোচনা করে। তারা বলে, সরকার তার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় বিক্ষোভ দমন করার জন্য এই অর্ডিন্যান্স জারি করে।

জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেকেজেএএসি) প্রভাবশালী সদস্য শওকত নওয়াজ মীর বলেন যে সপ্তাহান্তে সরকারের সাথে আলোচনার ফলে রবিবার অধ্যাদেশ প্রত্যাহার করা হয়, যা আজাদ রাষ্ট্রপতি সুলতান মাহমুদ জারি করেছিলেন।

মীর আল জাজিরাকে বলেন, “সরকার এই অধ্যাদেশ জারির মাধ্যমে আগামী বছর জেকেজেএএসি এর পরিকল্পিত লং মার্চ বন্ধ করতে চেয়েছিল কিন্তু তারা জনগণের শক্তিকে আমলে নেয়নি।”

আল জাজিরা