কুকিদের ’শাস্তি’ চান মনিপুরের সিএম

কুকিদের ’শাস্তি’ চান মনিপুরের সিএম

গত দেড় বছর ধরে জ্বলছে মণিপুর। এই সময়ের মধ্যে এই নিয়ে মাত্র দু’বার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বুধবার এক্স হ্যান্ডলে ভিডিয়ো-বার্তায় বলেন, ‘জিরিবামে তিন মহিলা ও তিনটি শিশুকে অপহরণ করে খুন করেছে কুকি জঙ্গিরা। আমি সেই ঘটনায় মর্মাহত ও ক্রুদ্ধ। আমি প্রবল ভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীদের খোঁজ চলছে। দ্রুত প্রাপ্য শাস্তি পাবে।’

তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর কথায়, সে দিন নিরাপত্তাবাহিনী তৎক্ষণাৎ হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তার জেরেই ১০ জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়। এই তৎপরতার জন্য সেখানে মোতেয়ন থাকা সিআরপিএফ সদস্যদের প্রশংসাও করেন তিনি। যদিও কুকিদের দাবি, জিরিবামে সিআরপিএফ সেদিন যে ১১ জনকে হত্যা করেছিল, তাঁরা প্রত্যেকেই কুকিদের ‘ভিলেজ ভলান্টিয়ার।’

সে দাবি অবশ্য সরকার মানছে না। এই পরিস্থিতিতে মণিপুর সরকার এ দিন এক নির্দেশিকায় জানিয়েছে, শান্তি রক্ষার্থে যে সাতটি জেলায় গত চার দিন ধরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, তা আরও তিন দিন বহাল রাখা হচ্ছে। পূর্ব ও পশ্চিম ইম্ফল, কাকচিং, বিষ্ণুপুর, থৌবল, চূড়াচাঁদপুর এবং কাংপোকপি জেলায় এই নিয়ন্ত্রণ কার্যকর থাকছে। ইম্ফল এবং সংলগ্ন অঞ্চলে এখনও বিক্ষোভ, প্রতিবাদ চলছে। তবে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, কাকচিং এবং থৌবালে কার্ফু আংশিক শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই পাঁচ জেলায় ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্ফু শিথিল থাকবে। যদিও চলতি সপ্তাহে বন্ধই থাকবে স্কুল-কলেজ।

এ দিকে, সোমবার ২৫ নভেম্বর থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন৷ তার আগে অগ্নিগর্ভ মণিপুর ইস্যুতে প্রবল চাপে মোদী সরকার৷ কোমর বেঁধে তৈরি বিরোধী শিবির৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তোলার পাশাপাশি মণিপুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধী শিবির৷ তবে কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ চিদম্বরম মঙ্গলবার মণিপুরের জনজাতিদের ‘রিজিওনাল অটোনমি’ নিয়ে সওয়াল করায় ক্ষুব্ধ সে রাজ্যের কংগ্রেস।

দলের পক্ষে সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে জানানো হয়েছে, ‘এমন বিস্ফোরক পরিস্থিতিতে চিদম্বরমের মন্তব্য অত্যন্ত অনভিপ্রেত। তাঁর মন্তব্যে কুকিদের দাবির প্রতি পক্ষপাতিত্ব রয়েছে।’ বিশ্লেষকদের একাংশের মত, এটাকে পাল্টা হাতিয়ার করতে পারে বিজেপি।

যদিও রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন প্রাক্তন সেনা কর্তারা৷ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা বলেন, ‘আইন শৃঙ্খলার উপর থেকে ভরসা চলে গিয়েছে কয়েকটি সম্প্রদায়ের… সেনার কাজে বাধা দিচ্ছেন মহিলারা… এই দৃশ্য কাঙ্ক্ষিত নয়।’ অসম রাইফেলসের এক প্রাক্তন ডিজির দাবি, ‘দিল্লিতে নয়, মণিপুর সমস্যার সমাধান করতে গেলে সেখানে দাঁড়িয়েই করতে হবে৷ গত দেড় বছরে সরকারের তরফে এই প্রচেষ্টা করা হয়নি৷

এই সময়