জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে ভারতের একজন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত আরও দু’জন। ভারতীয় সেনাবাহিনী জানায়, শুক্রবার (২৫ জুলাই) ল্যান্ডমাইন বিস্ফোরনে ৭জিএটি রেজিমেন্টের অগ্নিবীর ললিত কুমার নিহত হয়। কৃষ্ণঘাটি ব্রিগেডের কাছে একটি অঞ্চলে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন।
অপারেশন সিঁদুরের সময় নিয়ন্ত্রণ রেখায় বড় ধরনের গোলাবর্ষণের ঘটনা ঘটে। সেই সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ ঘটানোর চেষ্টা করে।
গত জুন মাসে, রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে সীমান্তবর্তী এক এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনাবাহিনী গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পুঞ্চ, সাম্বা এবং কাঠুয়া জেলা সহ বারোটিরও বেশি জায়গায় তল্লাশি চালিয়েছিল। সেনা কর্মকর্তারা জানিয়েছেন যে, সকালে রাজৌরির কিরি সেক্টরের চিংগাস এলাকায় ঘন জঙ্গলে তিন থেকে চারজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সেনারা। এরপর সেনারা তাদের লক্ষ্য করে ১২ রাউন্ডেরও বেশি গুলি ছোড়ে এবং একই সঙ্গে তল্লাশি অভিযান চালায়। পাশাপাশি ড্রোন মোতায়েন করে। তবে সন্দেহভাজনদের কোনও সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ, সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলসের বিশেষ দল পুঞ্চের সুরানকোট এবং মেন্ধার অঞ্চলের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।
কর্মকর্তারা জানিয়েছেন, সুরানকোটের সারি, উস্তান, পাঠানখোর, লোহার মহল্লা, চ-িমড়, ফাগল, হরি টপ এবং কাগওয়ালি, লিম্বা, উচ্ছাদ এবং মেন্ধারের কাল্লার-গুরসাইতেও অভিযান চালানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে অমরনাথ যাত্রা চলছে। তার জন্য জম্মু ও কাশ্মীরে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে আসন্ন বুদ্ধ অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-স্তরের যৌথ বৈঠকের সভাপতিত্ব করেন ডিরেক্টর জেনারেল অব পুলিশ নলিন প্রভাত।