উলফা’র উপর নিষেধাজ্ঞা ৫ বছর বৃদ্ধি

উলফা’র উপর নিষেধাজ্ঞা ৫ বছর বৃদ্ধি
উলফা ক্যাডার, ফাইল ফটো

‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম’ (উলফা)-র উপর জারি থাকা নিষেধাজ্ঞা আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে নয়া দিল্লি। সোমবার কেন্দ্র এই পদক্ষেপ নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানায়, আসামে এখনও পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠী। পাশাপাশি, তাদের বিরুদ্ধে চাঁদা তোলার নামে জুলুমবাজি ও হিংসা ছড়ানোরও অভিযোগ রয়েছে। বস্তুত, এই উগ্রপন্থী গোষ্ঠী এখনও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সংযোগ রেখে চলেছে।

উলফা-র উপর সর্বপ্রথম নিষেধাজ্ঞা কার্যকর করা হয় ১৯৯০ সালে। তারপর থেকে বারবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। শেষবার এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল ২০১৯ সালের ২৭ নভেম্বর। ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধী) আইনের আওতায় উলফা-র বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়।

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উলফা-র যে সমস্ত শাখা এবং সম্মুখ সংগঠন রয়েছে, সেগুলি সব একত্রিতভাবে এমন সব বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকেছে, যা ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে বিপজ্জনক।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘উলফা ইতিমধ্যেই তার লক্ষ্য ঘোষণা করে দিয়েছে। তা হল – ভারত থেকে আসামকে বিচ্ছিন্ন করা। তারা এখনও তাদের সংগঠন চালানোর জন্য মানুষকে ভয় দেখাচ্ছে, তোলাবাজি করছে এবং হিংসা ছড়াচ্ছে।’