উত্তরাখন্ডে ৭ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

উত্তরাখন্ডে ৭ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রিবাহী হেলিকপ্টার। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে কপ্টারটি ভেঙে পড়েছে। তাতে পাইলট-সহ মোট সাত জন ছিলেন। আরোহীদের মধ্যে ছিল এক শিশুও।

খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ছ’জনেরই মৃত্যু হয়েছে। আনন্দবাজার পত্রিকা জানায়, আইজি আইনশৃঙ্খলা নীলেশ ভারনে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে পড়ে। উদ্ধারকার শুরু হয়েছে।

সমাজমাধ্যমে ভেঙে পড়া কপ্টারের কিছু ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, কপ্টারের পিছন দিকের লেজের অংশ ভেঙে নীচের দিকে বেঁকে রয়েছে। মাথায় ঘুরছে ব্লেড (এই ছবির সত্যতা যাচাই করা যায়নি)।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েছি। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। বাবা কেদারের কাছে সকল যাত্রীর নিরাপত্তা কামনা করছি।’’