কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান । তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই পাকিস্তান ভ্রমণ করবেন বলে শনিবার (৩১ মে) তার কার্যালয় জানিয়েছে। এএফপি
এই পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা কমিয়ে আনবে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে উত্তেজনা এবং হাজার হাজার আফগানকে বহিষ্কারের জন্য ইসলামাবাদের সাথে কাবুলের সম্পর্ক শীতল হয়।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঘোষণা দেন যে কাবুলে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে রাষ্ট্রদূত পদে উন্নীত করা হবে। কাবুল পরে ঘোষণা করে যে ইসলামাবাদে তার প্রতিনিধিকেও সমমর্যাদায় উন্নীত করা হবে।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ তাকাল জানিয়েছেন যে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ‘আগামী কয়েকদিনের মধ্যে’ পাকিস্তান সফর করবেন। মুত্তাকি কিছু দিন আগে বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাৎ করেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি কাবুল ও ইসলামাবাদের মধ্যে রাষ্ট্রদূত বিনিময়ের কথা ঘোষণা করেন। তিনি ‘আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার’ আগ্রহ প্রকাশ করেন।
২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে চীনসহ মাত্র কয়েকটি দেশ তালেবান সরকারের রাষ্ট্রদূতদের গ্রহণ করেছে। তবে এখন পর্যন্ত কোন দেশ তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।