ইসরায়েলের সঙ্গে কাতারের মাল্টিমিলিয়ন ডলারের গোপন চুক্তি সই

ইসরায়েলের সঙ্গে কাতারের মাল্টিমিলিয়ন ডলারের গোপন চুক্তি সই

কাতার গোপনে বেশ কিছু ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে লাখ লাখ ডলারের চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী কোম্পানিগুলোর কাতারে অস্ত্র, গোলাবারুদ, সাইবার প্রযুক্তি এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা সরবরাহ করার কথা। এ ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে কাতারের এই গোপন চুক্তির কথা প্রথম প্রকাশ করে দেশটির হিব্রুভাষী পত্রিকা মারিভ। পরে জেরুজালের পোস্টসহ বিভিন্ন পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়, অস্ত্রবিক্রি চুক্তির ব্যাপারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিশেষ অনুমোদন রয়েছে।

বিক্রির জন্য প্রতিষ্ঠানগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদন নিতে হয়েছে।

হামাসের সাথে ঘনিষ্ঠ বলে পরিচিত কাতারের সাথে চুক্তি সইয়ের আলোচনায় নেতানিয়াহু নিজেই নেতৃত্ব দেন। এসব কোম্পানির মধ্যে রয়েছে এলবিট, রাফায়েল ও ইসরায়েল অ্যারোস্পেস।

মারিভের প্রতিবেদনে বলা হয়, চুক্তি সইয়ের আগে দুই দেশের প্রতিনিধিরা দফায় দফায় সফর বিনিময় করেন।