ইরান এনপিটি থেকে বেরিয়ে গেলে অনেক দেশ তাকে অনুসরণ করবে

ইরান এনপিটি থেকে বেরিয়ে গেলে অনেক দেশ তাকে অনুসরণ করবে

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএসে) এর স্ট্র্যাটেজি, টেকনোলজি এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সহযোগী ফেলো মার্ক ফিটজপ্যাট্রিক বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে গেলে দেশটির “পারমাণবিক অস্ত্র তৈরি না করার আইনি বাধ্যবাধকতা”থাকবে না।

তিনি আল জাজিরাকে বলেন, ইরান তখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নজরদারি ছাড়াই স্বাধীনভাবে পারমাণবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে।

ফিটজপ্যাট্রিক বলেন, কূটনীতিতে সুবিধা পেতে ইরান বেশ কয়েক বছর ধরে এনপিটি থেকে বেরিয়ে যাবার হুমকি দিয়ে আসছে। এখন তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাতে সম্ভবত ওই হুমকি কার্যকর করার সময় এসেছে।

আইআইএসএস-এর পরমাণু অস্ত্র বিস্তার রোধ কর্মসূচির সাবেক পরিচালক ফিটজপ্যাট্রিক উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরান যদি এনপিটি থেকে বেরিয়ে যায়, তাহলে আরো অনেক দেশ তাকে অনুসরণ করতে পারে।

তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে এগিয়ে গেলে সৌদি আরবের মতো দেশও একই পথে অগ্রসর হবে। তাই এনপিটি থেকে ইরানের প্রত্যাহারের মানে হবে যে তারা “পারমাণবিক অস্ত্র তৈরির” চেষ্টা করছে।