ইরানে হামলা পারমাণবিক বোমার সাথে তুলনা করায় ট্রাম্পের নিন্দা

ইরানে হামলা পারমাণবিক বোমার সাথে তুলনা করায় ট্রাম্পের নিন্দা

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে হিরোশিমা ও নাগাসাকিতে হামলার সাথে তুলনা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করেছেন জাপানি নেতা এবং পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা। তারা বলেন, এই মন্তব্য একেবারেই অনুচিত এবং ঐতিহাসিকভাবে অসংবেদনশীল।

এক সংবাদ সম্মেলনে নাগাসাকির মেয়র শিরো সুজুকি ট্রাম্পের মন্তব্যের নিন্দা করে বলেন, পরিস্থিতি যাই হোক না কেন পারমাণবিক অস্ত্রের ব্যবহার “অগ্রহণযোগ্য”। এটি এমন এক শিক্ষা যাা ১৯৪৫ সালের ৯ আগস্ট এই শহরে মার্কিন বোমা হামলার ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে স্পষ্টপ্রমাণিত।

“ফ্যাট ম্যান” নামক প্লুটোনিয়াম বোমার বিস্ফোরণে নাগাসাকিতে মুহূর্তে প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়। এর বিকিরণজনিত বিষক্রিয়ায় পরে আরও হাজার হাজার মানুষ মারা গিয়েছিল।

 

সাউথ চায়না মর্নিং পোস্ট