আসুন এই ছবিটি ব্যবহার করি…

আসুন এই ছবিটি ব্যবহার করি…

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার নিয়াজীর আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেন। জেনারেল ওসমানী যোগ দিতে পারেননি। সেসময়কার এই ছবিটাতে গ্রুপ ক্যাপ্টেন খন্দকারকে‌ দেখা যাচ্ছে ভারতের ইস্টার্ন কমান্ডের কমান্ডার লে. জেনারেল অরোরার পিছনে দাঁড়িয়ে থাকতে। পাক বাহিনী বাংলাদেশ – ভারত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বাংলাদেশ বাহিনীর প্রতিনিধি হিসাবে এ কে খন্দকারের উপস্থিতি সে হিসেবে গুরুত্বপূর্ণ। এছাড়া মেজর হায়দারও ওখানে উপস্থিত ছিলেন। যাহোক,সাধারনত যে ছবিটি আত্মসমর্পণের ছবি হিসেবে সব জায়গায় ব্যবহার করা হয় তাতে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার নেই! শুধু রয়েছেন জেনারেল নিয়াজী ও ভারতীয় অফিসার বৃন্দ। এতে আত্মসমর্পণটি শুধুমাত্র ভারতীয় বাহিনীর কাছে হয়েছিল বলে মনে হতে পারে। কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না। গ্রুপ ক্যাপ্টেন খন্দকারের উপস্থিতি বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে।

আসুন আমরা এখন থেকে এই ছবিটি সকল ক্ষেত্রে ব্যবহার করি।

মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি।

(জেনারেল ওসমানীর আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে না পারার বিষয়টি নিয়ে নানা মত রয়েছে। সেটা ভিন্ন ইস্যু)

লিংক: https://www.facebook.com/share/p/1BDkLfAQo8/