‘আপনার বাংলাদেশি বোনকে ফেরত পাঠান’, মোদিকে ওয়াইসির খোঁচা

‘আপনার বাংলাদেশি বোনকে ফেরত পাঠান’, মোদিকে ওয়াইসির খোঁচা

ভারতের বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অনুপ্রবেশকারী ইস্যুকে ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন’-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

ওয়াইসি বলেন,মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে। কিন্তু বাস্তবতা হলো বিহার বা সীমাঞ্চলে কোনও বাংলাদেশি নেই। বরং আপনার বাংলাদেশি বোন দিল্লিতে রয়েছেন — আগে তাকেই বাংলাদেশে ফেরত পাঠান। সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে মোদীর কথার জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে মোদী তার ভাষণে বলেন, রাজ্যে ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে কংগ্রেস ও আরজেডি। তিনি দাবি করেন, এ ধরনের অবৈধ অভিবাসন বিহারে জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট করছে এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

ওয়াইসির এই মন্তব্যে পরোক্ষভাবে ইঙ্গিত ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি ২০২৪ সালে ছাত্র আন্দোলনে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া চলাকালীন বিজেপি দাবি করে, বাংলাদেশ, নেপাল ও মায়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলেছে। মোদী বলেন, এরা দেশের জনসংখ্যা কাঠামো এবং নারীদের নিরাপত্তার জন্য হুমকি।

তিনি আরো বলেন, “যারা অনুপ্রবেশকারীদের পক্ষে স্লোগান দিচ্ছে, তারা দেশের নিরাপত্তা নিয়ে খেলছে। এনডিএ সরকার প্রতিটি অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেবে।”

ওয়াইসির কটাক্ষ এবং মোদীর কড়া বক্তব্য — উভয়ই নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এনডিটিভি