আটক জেলেদের ফিরিয়ে নিতে আসছেন থাই পররাষ্ট্রমন্ত্রী

আটক জেলেদের ফিরিয়ে নিতে আসছেন থাই পররাষ্ট্রমন্ত্রী
থাই পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসা। ছবি: সংগৃহীত

মিয়ানমারের হাতে আটক থাইল্যান্ডের চার জেলে দ্রুত ফিরিয়ে আনতে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসা বৃহস্পতিবার নেপিদো সফরে যাচ্ছেন।

থাই প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

থাই-মিয়ানমার টাউনশিপ বর্ডার কমিটির (টিবিসি) বরাত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল থানাথিপ সাওয়াংসাং বলেছেন, চার থাই জেলের প্রত্যর্পন প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রা, মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও থাইল্যান্ডে দেশটির রাষ্ট্রদূতের সাথে আলোচনার মাধ্যমে জানতে পেরেছেন যে আইনি প্রক্রিয়ার কারণে জেলেদের প্রত্যর্পনে বিলম্ব হচ্ছে। এছাড়া অন্য কোন সমস্যা নেই বলে থাই সরকারকে আশ্বস্ত করা হয়েছে।

ব্যাংকক পোস্ট থেকে অনুবাদ