আগামী ১০ বছরে প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করবে তুরস্ক

আগামী ১০ বছরে প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করবে তুরস্ক
তুরস্কের একটি টি১২৯ এ্যাটাক হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

২০৩৫ সালের মধ্যে তুরস্ক তার জাতীয় প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫%-এ উন্নীত করবে, যা বর্তমানের চেয়ে দ্বিগুণেরও বেশি। হেগে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এ কথা জানান।

এই পরিকল্পনা দেশটির কৌশলগত স্বায়ত্তশাসন জোরদার এবং ন্যাটোতে প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষারে ইংগিত দেয়। পাশাপাশি এতে তার সামরিক-শিল্প বাস্তুতন্ত্র এবং ভূ-রাজনৈতিক অবস্থানের জন্য একটি নতুন যুগের সূচনা ঘটাবে।

এমন এক সময়ে এরদোগান এই ঘোষণা দেন যখন তুরস্ক ইতিমধ্যেই প্রতিরক্ষা ব্যয়ের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গেছে।

তুরস্ক বর্তমানে প্রতিরক্ষা খাতে তার জিডিপির ২.০৯%, প্রায় ১৯.৪ বিলিয়ন ডলার ব্যয় করে। ২০৩৫ সালের মধ্যে তা ৫% এ পৌঁছালে বার্ষিক প্রতিরক্ষা ব্যয় ৪৫ বিলিয়ন ডলারেরও বেশি হবে ।