আইএমএফের আরও ১.৩ বিলিয়ন ডলার ঋণ ছাড়

আইএমএফের আরও ১.৩ বিলিয়ন ডলার ঋণ ছাড়

বাংলাদেশের জন্য দুই কিস্তিতে আরও ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে, দুই কর্মসূচির চলমান ঋণচুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। বাসস

এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) নিয়ে করা চুক্তির তৃতীয় ও চতুর্থ পর্যায়ের পর্যালোচনা শেষে সোমবার এই সিদ্ধান্ত নেয় সংস্থাটির নির্বাহী বোর্ড।

ছাড়কৃত অর্থের মধ্যে প্রায় ৮৮৪ মিলিয়ন ডলার পাওয়া যাবে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) ও এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) কর্মসূচির আওতায়।

আর রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কর্মসূচির জন্য আরও ৪৫৩ মিলিয়ন ডলার ঋণ দেয়া হবে।

সংস্থাটির নিয়ম অনুযায়ী, এই অর্থ সাধারণত এক থেকে তিন কার্য দিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়।

আইএমএফ একইসঙ্গে ইসিএফ ও ইএফএফ কর্মসূচিতে প্রায় ৮০০ মিলিয়ন ডলারের বাড়তি সহায়তা এবং ছয় মাস সময় বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এর ফলে এ দুই কর্মসূচিতে বাংলাদেশকে দেওয়া মোট সহায়তা বেড়ে প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলার হয়েছে। আরএসএফ কর্মসূচিতে আগের মতোই ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বহাল রয়েছে।