অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ চালিয়েছে ভারত (ভিডিও)

অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ চালিয়েছে ভারত (ভিডিও)
মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। ছবি: সংগৃহীত

মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারত। দেশটি বলেছে, এ ক্ষেপণাস্ত্র চীনের যেকোনো স্থানে আঘাত হানতে ও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম।

বুধবার (২০ আগস্ট) ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে এটি উৎক্ষেপণ করা হয়। কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে এক প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর তাদের সম্পর্ক খুব খারাপ হয়।

ভারত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ। এ জোটকে চীনের মোকাবিলায় একটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়।

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। ২০২৪ সালের মে মাসে ভারতীয়শাসিত কাশ্মীরে বন্দুকধারীরা ২৬ জনকে হত্যা করার পর দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। এ হামলার পেছনে ভারতের অভিযোগের তির ছিল পাকিস্তানের দিকে। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে।

পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ভারত যেসব স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, অগ্নি-৫ সেগুলোর একটি।

দ্য গার্ডিয়ান